NE UpdatesHappeningsBreaking News

ধর্মনগর লাগোয়া বাগবাসা পুলিশ ফাঁড়ি পূর্ণাঙ্গ থানায় উন্নীত

আগরতলা, ২৯ সেপ্টেম্বর : ত্রিপুরার ধর্মনগর শহর লাগোয়া বাগবাসা পুলিশ স্টেশন পূর্ণাঙ্গ থানায় উন্নীত হয়েছে। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মোট ২৩টি গ্রাম রয়েছে এই পুলিশ স্টেশনের অধীনে এবং ১৩,৯৫৭ জন লোকবসতি পূর্ণ এই পুলিশ স্টেশন। এই এলাকাইয় ১৯ শতাংশ জনজাতি লোক রয়েছেন এবং মোট এলাকা ২২ বর্গ কিলোমিটার। এই এলাকার মধ্যে দুটি ক্যাম্প রয়েছে, একটি হলো আসাম রাইফেল ট্রানজিট ক্যাম্প এবং অপরটি আর্মি ট্রানজিট ক্যাম্প। বারোটি স্কুল এবং দুটি কলেজ রয়েছে পুলিশ থানাধীন এলাকায়। ৫৫ বাগবাসা এবং ৫৮ পানিসাগর দুটি বিধানসভায় এলাকার কিছু কিছু অংশ নিয়ে এই পুলিশ স্টেশন এলাকাটি গড়ে উঠেছে। সঙ্গে রয়েছে দুটি এডিসি ভিলেজ এবং একটি ভিলেজ কাউন্সিল।

এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন আইন শৃঙ্খলা শাখার আইজি সৌমিত্র ধর। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের যে ২৮টি রাজ্য রয়েছে তার মধ্যে আইন-শৃঙ্খলার দিক দিয়ে ভালো পাঁচটি রাজ্যের মধ্যে ত্রিপুরা স্থান করে নিয়েছে। ২০২৩ এর নির্বাচন থেকে রাজ্যের আইন শৃঙ্খলা প্রভুত উন্নতি হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি করে এই সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় না। তাই উপনির্বাচনে বিরোধীরা ভেবেছিল আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি হবে। কিন্তু কোনও ধরনের গন্ডগোল ছাড়া কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।

এ নিয়ে উত্তর জেলায় ১১টি পুলিশ স্টেশন হলো। বাগবাসা পুলিশ স্টেশন এর জন্য মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে এলাকার বিধায়ক যাদবলাল দেবনাথের প্রশংসা করেন। উল্লেখ্য, যাদবলাল দেবনাথ নিজ খরচে এই পুলিশ স্টেশনকে একটি সেভেন সিটার ইকো গাড়ি প্রদান করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, এই পুলিশ স্টেশনের এলাকাটি দিয়ে পাচার বন্ধ করার জন্য পুলিশ আরো বড় ভূমিকা নেয়। তাছাড়া মাদকদ্রব্য আটক এবং ধ্বংসের ক্ষেত্রে এই রাজ্য ইতিমধ্যে উত্তর পূর্বাঞ্চলে সর্বোচ্চ স্থান অধিকার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker