NE UpdatesHappeningsBreaking News
ধর্মনগরে পেনশনারদের ভবন বেদখল, উদ্ধারের আর্জি
ওয়েটুবরাক, ১২ এপ্রিল : ধর্মনগরের যতীন্দ্রনাথ চক্রবর্তী ব্যায়ামগার বেদখল হয়ে গিয়েছে৷ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ-আলোচনা ও পেনশনারদের সুবিধার্থে এই দালানবাড়ি তৈরি করেছিল ধর্মনগর পুর পরিষদ৷ জেলাশাসক, মহকুমাশাসক, জেলা দায়রা বিচারকের অফিস, ট্রেজারি অফিস, স্টেট ব্যাঙ্ক ও গ্রামীণ ব্যাঙ্কের ১০০ মিটার দূরত্বে দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়েছিল পেনশনারদের অসুবিধার কথা ভেবেই৷ মউ স্বাক্ষরিত করে ধর্মনগর পুর পরিষদ আনুষ্ঠানিকভাবে পেনশনারদের হাতে ভবনটি তুলে দিয়েছিল৷ সেটি বেদখল হওয়ায় বয়োবৃদ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বসার, আলোচনা করার জায়গা মিলছে না৷
জেলার প্রশাসনের নাকের ডগায় পুর পরিষদের সম্পদ অবৈধভাবে বেদখল হওয়ার ঘটনায় সরব হয়েছেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত৷ তিনি বলেন, এতে নিজেদের পেনশন সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংগঠিত হবার সুযোগ কেড়ে নেওয়া হলো। পেনশনারদের স্বার্থে, অবৈধ দখলদারির বিরুদ্ধে, নিজেদের সম্পদ উদ্ধার করে পেনশনারদের হাতে তুলে দেওয়ার জন্য ধর্মনগর পুর পরিষদের কাছে অনুরোধ জানান অমিতাভ দত্ত।
তাঁর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নির্মিত হয়েছিল বলে ভবনের প্রস্তরফলকে সে কথার উল্লেখ ছিল৷ অমিতাভবাবু বলেন, তাঁর নাম থাকাতেই যদি বেদখলকারীদের রাগ হয়, তবে তাঁর নাম সরিয়ে দেওয়া হোক৷ অন্য কারও নাম বসাতে চাইলেও তাঁর দিক থেকে কোনও আপত্তি থাকবে না৷ তবু ভবনটি যেন পেনশনারদের হাতে তুলে দেওয়া হয়৷