NE UpdatesHappeningsBreaking News
ধর্মনগরে দেওঘর এক্সপ্রেস থেকে যুবক গ্রেফতার, ৩ পিস্তল বাজেয়াপ্ত
ওয়েটুবরাক, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ট্রেন থেকে গ্রেফতার করা হল তিনটি পিস্তল সহ এক যুবককে। গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে বুধবার রাত সাড়ে তিনটায় দেওঘর এক্সপ্রেস ধর্মনগর স্টেশনে পৌঁছালে পুলিশ জয়মনি চাকমাকে গ্রেফতার করে৷ তার বাড়ি ধলাই জেলার রইস্যাবাড়িতে। তার কাছ থেকে তিনটি ইতালি নির্মিত পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কোথা থেকে পিস্তলগুলি আনা হয়েছে, কী উদ্দেশ্যে আনা হয়েছে, কারা এর পেছনে রয়েছে সব জানার চেষ্টা হচ্ছে৷ তদন্ত চলছে৷