Barak UpdatesHappeningsBreaking News
ধনেহরির ভোটকর্মীরা নিরাপদেই ইভিএম নিয়ে নেট্রিপে
ওয়েটুবরাক, ১ এপ্রিলঃ গুলিকাণ্ডের পর মধ্য ধনেহরি এলপি স্কুল ভোটকেন্দ্রের ভোটকর্মীরা দীর্ঘসময় ভেতরে আটকে পড়েন। তবে কোনও পরিস্থিতিতেই তাঁরা ইভিএম সহ অন্যান্য ভোটসামগ্রী হাতছাড়া করেননি। পরে অবশ্য এসডিজিপি এসএন সিং, পুলিশ সুপার বিএল মিনা সহ পদস্থ পুলিশ কর্তারা গিয়ে ভোটকর্মীদের ইভিএম সহ নেট্রিপের উদ্দেশে রওয়ানা করান। সরকারি বিবৃতিতে রাত সাড়ে এগারোটায় জানানো হয়েছে, তাঁরা নিরাপদেই ইতিমধ্যে নেট্রিপে পৌঁছেছেন।
ওই বিবৃতিতে জানানো হয়েছে, সন্ধ্যা সোয়া পাঁচটায় দুই পক্ষে বিবাদ বাঁধলে ঢিল ছোঁড়াছুড়ি হয়। আমিনুল হক লস্কর সেখানে উপস্থিত ছিলেন। অভিযোগ, তাঁর দেহরক্ষীরা গুলি চালায়। এই ঘটনায় তিনজন জখম হয়েছেন। তাঁরা হলেন ৪১ বছরের বাহারুল ইসলাম বড়ভুইয়া, ৩০ বছর বয়সী আজাদ হোসেন লস্কর এবং কনস্টেবল আক্রম হোসেন লস্কর।তাঁদের শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, বাহারুল ও আজাদের গুলি লেগেছে। তবে কারও আঘাত গুরুতর নয়।