India & World UpdatesHappeningsBreaking News
ধনখড় অনুপস্থিত, রাজ্যসভায় সভাপতিত্ব পিটি ঊষার
নতুনদিল্লি, ৯ ফেব্রুয়ারি : রাজ্যসভায় সভাপতিত্ব করলেন কিংবদন্তি ভারতীয় ক্রীড়াবিদ পিটি উষা। বৃহস্পতিবার রাজ্যসভায় উপস্থিত ছিলেন না উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর জায়গায় সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল পিটি উষাকে। নিজের কাজের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন বিজেপি সাংসদ।
কিংবদন্তি ভারতীয় দৌড়বিদ আশাপ্রকাশ করে বলেন, এভাবে আরও মাইলস্টোন গড়ব। রাজ্যসভার একটি ভিডিও টুইট করে পিটি উষা লিখেছেন, “ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট বলেছিলেন, ক্ষমতালাভের সঙ্গে দায়িত্ববোধ জড়িয়ে থাকে। রাজ্যসভার সভাপতির চেয়ারে বসে সেই কথা খুব ভালভাবে বুঝতে পারলাম। আশা করি আগামী দিনে আরও অনেক মাইলস্টোন গড়তে পারব। জনতার উপর আস্থা রেখে এই পথে এগিয়ে যেতে চাই।”
২০২২ সালের জুলাই মাসে রাজ্যসভায় বিজেপি সাংসদ হিসাবে মনোনীত হন পিটি উষা। তারপর নভেম্বরে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ডিসেম্বর মাসেই রাজ্যসভার ভাইস চেয়ারপার্সনের প্যানেলে জায়গা করে নেন তিনি। রাজ্যসভার প্রথম মনোনীত সদস্য হিসাবে এই প্যানেলের অন্তর্ভুক্ত হন পিটি উষা। এই প্রথমবার রাজ্যসভার কার্যাবলী পরিচালনা করলেন তিনি।