India & World UpdatesHappeningsBreaking News
দ্বিতীয় ত্রৈমাসিকে কমল জিডিপি বৃদ্ধির হার
ওয়েটুবরাক, ১ ডিসেম্বর : চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৬ শতাংশ। এর আগের ত্রৈমাসিকে এই হার ছিল ৭.৮ শতাংশ। তবে তা চিনের হারের চেয়ে অনেকটাই বেশি৷ এই বছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে চিনের জিডিপি বৃদ্ধি ছিল ৪.৯ শতাংশ।
জাতীয় পরিসংখ্যান অফিসের (এনএসও) তথ্য অনুযায়ী, কৃষি খাতের জিভিএ (গ্রস ভ্যালু অ্যাডেড) ১ দশমিক ২ শতাংশ হয়েছে, যা ২০২২-২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের ২ দশমিক ৫ শতাংশ থেকে কম।
গত কয়েক বছরে ভারতের অর্থনীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এসেছে। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। এর মাধ্যমে যুক্তরাজ্যকে পেছনে ফেলেছে দেশটি।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার দাবি, বর্তমান বৃদ্ধির হারে ২০২৭ সালের মধ্যে জার্মানিকে ও ২০২৯ সালের মধ্যে জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ামেনস ইকোনমিক রিসার্চ বিভাগের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভারত যে পদক্ষেপ নিয়েছে তাতে ২০২৯ সালে তৃতীয় বৃহত্তম অর্থনীতির ট্যাগ পেতে পারে। ২০১৪ সালে বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল ভারত। সেখান থেকে এই সময়ে সাত ধাপ এগিয়েছে দেশটি।