NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

দেশজুড়ে পিএফআই-র বিরুদ্ধে অভিযান, অসমে ২৫, দিল্লিতে ৩০ আটক

ওয়ে টু বরাক, ২৮ সেপ্টেম্বর : ইসলামি মৌলবাদী সংগঠন পিএফআই-এর বিরুদ্ধে দেশজুড়ে অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে অসমে ২৫ পিএফআই নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে মহিলা সহ ২৫ পিএফআই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

এরমধ্যে গোয়ালপাড়া জেলা থেকেই ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া কামরূপ গ্রামীণ জেলা থেকে ৫, করিমগঞ্জ থেকে ১, ওদালগুড়ি থেকে ১, দরং থেকে ১, ধুবড়ির বিলাসিপারা মহকুমার নায়েরআলগা ও টিলাপাড়া থেকে ৩, বরপেটা থেকে ২ এবং বাকসা জেলার বিভিন্ন এলাকা থেকে ২ জনকে আটক করা হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর দেশের ১০টি রাজ্যের সঙ্গে অসমেও হঠাত একসঙ্গে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং রাজ্য পুলিশের পৃথক পৃথক দল। এরমধ্যে বদরপুর থেকেই ১১ জন পিএফআই সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। আটক করা পিএফআই সদস্যদের জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে মধ্যপ্রদেশ, কর্ণাটক, অসম, দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে পিএফআই-এর বিরুদ্ধে তল্লাশি অভিযান চলেছে। শুধুমাত্র রাজধানী দিল্লিতে ৩০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ঔরঙ্গাবাদ থেকে ১৩ জন এবং উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক ডজনেরও বেশি পিএফআই নেতা-কর্মীকে আটক করা হয়। বেঙ্গালুরুর এডিজিপি অলক কুমার জানিয়েছেন, ৭৫ জনেরও বেশি পিএফআই এবং এসডিপিআই কর্মী ও নেতাদের প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশের ৮ রাজ্য থেকে ১৭০ জনকে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker