Barak UpdatesHappeningsBreaking News
দেয়াল পত্রিকা ‘জ্ঞানজ্যোতি’-র উন্মোচন রাধামাধব কলেজে

ওয়েটুবরাক, ২৬ মার্চঃ শিলচর রাধামাধব কলেজের দর্শন বিভাগের বিভাগীয় দেয়াল পত্রিকা ‘জ্ঞানজ্যোতি’-র একাদশ সংখ্যার আবরণ উন্মোচন হয়েছে বুধবার। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী ফিতা কেটে এর আবরণ উন্মোচন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ দত্ত চৌধুরী বলেন, বিভাগীয় প্রধান ডঃ রুমা নাথ চৌধুরী ও তাঁর বিভাগের অন্যান্য শিক্ষক ও ছাত্র ছাত্রীদের আন্তরিক সহযোগিতায় দেয়াল পত্রিকার যে চমৎকার রূপ দেওয়া হয়েছে তা সত্যিকার অর্থে প্রশংসার যোগ্য । তিনি দেয়াল পত্রিকা সম্পাদনার কাজে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। “দর্শন একটি গুরুত্বপূর্ণ বিভাগ এবং আমি অত্যন্ত খুশি কলেজের ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীলতা তথা শিল্পকর্ম গুলি বিভাগীয় দেয়াল পত্রিকাতে প্রস্ফুটিত করেছে”, মন্তব্য করেন ডঃ দত্ত চৌধুরী।
এ বারের দেয়াল পত্রিকার বিষয়বস্তু “ভারতীয় নীতিশাস্ত্র” বলে জানিয়েছেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রুমা নাথ চৌধুরী। তিনি বলেন, রাধামাধব কলেজের বিভিন্ন বিভাগ প্রতিবছর তাদের বিভাগীয় দেয়াল পত্রিকা প্রকাশ করে থাকে। তাতে সকল ছাত্রছাত্রীর জড়িত হওয়া দরকার। এর মাধ্যমে ছাত্র ছাত্রীরা তাদের প্রতিভা মেলে ধরতে পারে। দেওয়াল পত্রিকার সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য অঙ্কিতা নাথ চৌধুরী, পূজা দাস, অঞ্জনা কংসবণিক, তনুশ্রী দেব ও রাজদীপ কংসবণিক-দের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডঃ কালীপদ দাশ, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ সন্তোষ বরা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপকদ্বয় ডঃ অরুণাভ ভট্টাচার্য ও নম্রতা নাথ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডঃ বিধান বর্মণ প্রমুখ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা ডঃ স্বর্ণালী রায় চৌধুরী।