NE UpdatesHappeningsBreaking News
দেড় লক্ষ বিদেশি শনাক্ত, বহিষ্কার ৩০ হাজার
ওয়েটুবরাক, ১৬ মার্চ : বিদেশি ট্রাইবুনালের মাধ্যমে অসম সরকার এ পর্যন্ত ১,৫৩,১২৯ জন বিদেশিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে ৩২,১৯৩ জন ১৯৭১ সালের আগে অসমে এসেছেন। বাকিরা এর পরে অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে অসমে বসবাস করছিলেন। বুধবার বিধানসভায় এই তথ্য জানান রাজ্যের অসম চুক্তি রূপায়ণ দফতরের মন্ত্রী অতুল বরা। অগপ বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার প্রশ্নের জবাবে তিনি বলেন, শনাক্ত হওয়া বিদেশিদের মধ্যে ৩০,০৬৭ জনকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কথায়, অসম চুক্তি বাস্তবায়নে সরকার সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। চলছে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর যাবতীয় চেষ্টা। কাঁটাতারের বেড়ায় পুরো সীমান্ত ঘেরা হয়েছে। শুধু ধুবড়ি-মানকাচরে নদীর জন্য বেড়া নির্মাণ সম্ভব হচ্ছে না এবং কাছাড়-করিমগঞ্জ এলাকায় বাংলাদেশের আপত্তির জন্য ৪.৩৫ কিমি এলাকায় কাঁটাতারের বেড়া এখনও বসেনি।