Barak UpdatesHappeningsBreaking News
দেওয়ান চা বাগানে আদর্শ বিদ্যালয় উদ্বোধন
ওয়েটুবরাক, ২১ জুন: কাছাড়ের দেওয়ান চা বাগানে একটি আদর্শ বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে তিনি বলেন, ঈশ্বরের কৃপায় রথযাত্রার দিন এই স্কুলটির উদ্বোধন করা হল । এখন স্কুলটি ধীরে ধীরে পূর্ণতা পাবে৷ তিনি আশা ব্যক্ত করেন যে, আগামী পাঁচ-সাত বছরের মধ্যে রাজ্য তথা কাছাড় জেলার মধ্যে পূর্ণাঙ্গ একটি স্কুল হিসাবে এই আদর্শ বিদ্যালয় আত্মপ্রকাশ করবে । এটি লক্ষ্মীপুর সমষ্টির দেওয়ান চা বাগানে জেলার একমাত্র এই ধরনের স্কুল৷ সিবিএসই কোর্সের মাধ্যমে স্কুলটিতে পড়ানো হবে৷ কাজেই ছাত্র-ছাত্রীদেরকে তিনি নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ।
লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক কৌশিক রাই বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে ১৯ জুন থেকে ২৫ জুন তারিখ পর্যন্ত উদ্বোধন হতে যাওয়া ১৮টি মডেল স্কুলের মধ্যে লক্ষীপুর সমষ্টির দেওয়ানে একটি স্কুল অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এর পরিপ্রেক্ষিতে বিধায়ক রাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ইতিমধ্যে ১১৯টি স্কুলের উদ্বোধন করা হয়েছে , আগামীতে রাজ্য সরকার প্রত্যেকটি বিধানসভায় একটি করে নতুন সিবিএসই স্কুলের স্থাপন করতে প্রচেষ্টা চালাবে।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন, দেওয়ান বাগানের পক্ষে এস জার্দালে, বিজেপি নেত্রী রীনা সিংহ, লক্ষ্যজিৎ গগৈ, এল বি সিং প্রমুখ অংশ নেন ।