Barak UpdatesHappeningsBreaking News
দূরপাল্লার বাস করিমগঞ্জ প্রবেশে নিষেধাজ্ঞা
ওয়েটুবরাক, ১১ সেপ্টেম্বর : করিমগঞ্জ শহরের যানজট নিরসনে বরাক উপত্যকায় চলাচল করা দূরপাল্লার বাস শহরে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে রবিবার করিমগঞ্জের পরিবহন আধিকারিক তথা রিজিয়ন্যাল ট্রান্সপোর্ট অথরিটির(আরটিএ) সচিব জেলার সব মোটর অ্যাসোসিয়েশনের সভাপতি-সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন৷ সেখানে নির্দিষ্ট বিষয়ের ওপর দীর্ঘ আলোচনা হয়৷ পরে দূরপাল্লার বাসের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ধর্মনগর- শিলচর, কাঁঠালতলী- শিলচর, বাজারিছড়া- শিলচর আসা-যাওয়া করা এএসটিসি আন্ডারটেকিং ও ব্যক্তিগত বাসগুলি করিমগঞ্জ শহরে প্রবেশ করতে পারবে না। এই বাসগুলিকে সরাসরি করিমগঞ্জ বাইপাস হয়ে চলাচল করতে হবে। কেউ তা অমান্য করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং মোটর ভ্যাহিকল আইন ও ধারা অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা জনসংযোগ জানিয়েছে৷