Barak UpdatesHappeningsBreaking News
দুস্থদের পাশে দাঁড়াতেও ভরসা ‘উদয়ের পথে’
২ অক্টোবর: দুস্থদের সেবায় এনজিও ‘উদয়ের পথে’ এখন পরিচিত নাম৷ তাই কারও জন্মদিন বা মৃত্যুদিনে তাঁর পরিবার দুস্থদের পাশে দাঁড়াতে চাইলে তাঁদেরই ডেকে নেয়৷ এমনকী, এই সময়ে পরিবারের কেউ শিলচরে থাকেন না, তাঁরাও বিশেষ দিনে কিছু করতে চাইলে তারাপুরের এই এনজিও-টিকেই ভরসা করে৷
বৃহস্পতিবার প্রয়াত রঞ্জিত বিশ্বাসের জন্মদিনে তাঁর কন্যা বেঙ্গালুরু থেকে টাকা পাঠান ‘উদয়ের পথে’র অ্যাকাউন্টে৷ তাঁর প্রয়াত পিতার স্মৃতিতে শিলচর শহরের দুস্থদের মধ্যে রাতের আহার বিলি করা হয়৷ শুক্রবার একইভাবে টাকা পাঠান ‘উদয়ের পথে’র প্রয়াত সদস্য সুরজিত চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে৷ তাঁর স্ত্রী-শিশুপুত্র থাকেন ধর্মনগরে৷ সেথান থেকেই তাঁরা ইচ্ছে প্রকাশ করেন শিলচরের নিবেদিতা নারী সংস্থায় থাকা শিশুদের জন্য অতি প্রয়োজনীয় কিছু সামগ্রী বিতরণ করার জন্য৷ দায়িত্ব নেয় ‘উদয়ের পথে’ এনজিওর সদস্যরা৷ গান্ধীজয়ন্তী উপলক্ষে সংস্থার পক্ষ থেকে নিজেরাও কিছু সামগ্রী ক্রয় করেন৷
শুক্রবার নিবেদিতায় নারী সংস্থায় গিয়ে ওইসব সামগ্রী কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়৷ এর মধ্যে ছিল স্যানিটারি ন্যাপকিন, বিস্কুট, হ্যান্ড ওয়াশ, সাবান, পাউডার, তেল ইত্যাদি৷ সেখানে প্রয়াত সুরজিত চক্রবর্তীর জন্মদিনের কেক কেটেও সকলের মধ্যে বিতরণ করা হয়৷ এই কার্যসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি অপু দাস, সম্পাদক অমিতাভ দে, সুমন দেব, সুমনা দাস, শিপ্রা চক্রবর্তী, পিংকি দাস, নিরুপম দে, মমি দেব, অরিন্দম ধর, অমিত অধিকারী প্রমুখ।