Barak UpdatesHappeningsBreaking News
দুস্কৃতীদের অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে পুলিশ সুপারকে বিডিএফের আর্জি
ওয়েটুবরাক, ২৫ জুন : ২৭ জুন বরাকবাসীকে স্বতঃস্ফূর্ত বনধ পালনের আহ্বান জানাল বিডিএফ৷ সমাজবিরোধী তথা দুস্কৃতীদের কোনও ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে এ দিন পুলিশ সুপারকে অনুরোধ জানিয়েছেন তাঁরা।বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, তাঁরা জনগণের স্বাধীন মতামতকে সম্পূর্ণ সম্মান করেন এবং তাই কোনও জোরাজুরিতে একদমই বিশ্বাসী নন। ১৯৭৬ সালের ডিলিমিটেশন প্রক্রিয়ার সময় বরাক উপত্যকার যে সংখ্যক আসন স্থির হয়েছিল, ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী তা বহুগুণ বৃদ্ধি পেলেও এই খসড়া তালিকায় দুটি আসন কমিয়ে দেওয়া হয়েছে। ভৌগলিক ধারাবাহিকতা ও জনগণের সুবিধা-অসুবিধাকে গুরুত্ব না দিয়ে শুধু রাজনৈতিক স্বার্থে যেমন খুশি এক সমষ্টির জিপিকে অন্য সমষ্টিতে জুড়ে দেওয়া হয়েছে। এসবের বিরুদ্ধেই এই প্রস্তাবিত বনধ। সংরক্ষণ তাঁদের বিবেচ্য বিষয় নয়। তিনি এও বলেন যে, জনবিন্যাস, জনআবেগ ও অন্যান্য সাজুয্যের জন্য তিন জেলা মিলিয়ে এই উপত্যকাকে তাঁরা একটি একক বলেই মনে করেন এবং সেজন্যই বরাক বনধের আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, বরাকের এই অস্তিত্ব সঙ্কটের মুহূর্তে দলমত নির্বিশেষে সবাইকে একজোট হয়ে প্রতিবাদ জানাতে হবে৷ তাই আগের মতই তাঁদের পিকেটার থাকবে না ও বনধ স্বতঃস্ফূর্তভাবে সফল করার সম্পূর্ণ দায়িত্ব তাঁরা জনগণের হাতেই অর্পণ করছেন।
তাঁদের কাছে খবর আছে যে শাসক দলের মদতে কিছু লোক এদিনের বনধে ঝামেলা পাকানোর পরিকল্পনা করছেন, এর উল্লেখ করে বিডিএফ নেতারা বলেন, শিলচরের একটি সংগঠন গতকাল সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, তাঁরা রাস্তায় নেমে এই বনধের বিরোধিতা করবেন। বিডিএফের কথায়, এই ধরনের সংগঠন বা ব্যক্তিবর্গ সমাজবিরোধীদের মদত দিয়ে সে দিন গণ্ডগোল পাকাতে চাইছেন। তাঁরা বলেন, ১৯৬১-র ভাষা আন্দোলনের সময়ও বরাকের কিছু মীরজাফর দিশপুরের মদতে এভাবেই সক্রিয় হয়ে উঠেছিল। এবারের অস্তিত্ব রক্ষার আন্দোলনেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। তারা তাই এই ব্যাপারে তিন জেলার পুলিশ প্রশাসনকে আগাম সতর্ক হতে আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি তিনি এই ব্যাপারে জনগণকেও সতর্ক করে দিয়ে তাদের কোনও ধরনের প্ররোচনায় পা না দিতে অনুরোধ জানিয়েছেন।