Barak UpdatesHappenings
দু’শ’ মানুষকে বস্ত্র দিল ভুবনেশ্বরী ফাউন্ডেশন
ওয়ে টু বরাক, ৩১ ডিসেম্বর : ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের উদ্যোগে বছরের শেষ দিন রবিবার কাছাড় জেলার প্রত্যন্ত অঞ্চল জিরিঘাটে প্রায় দু’শ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণের আগে ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের কর্মকর্তা বিশ্বরাজ চক্রবর্তী বলেন, শীতকালে বস্ত্রের অভাবে গ্রামের দুস্থ মানুষেরা খুবই কষ্ট পান। তাদের কিছুটা রেহাই দিতেই ফাউন্ডেশনের এই বস্ত্র বিতরণ কর্মসূচি। “জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর” এই মহান বাণীকে স্মরণ রেখেই ফাউন্ডেশনের পথ চলা।
তিনি আরও বলেন, গ্রামের অধিকাংশ লোকই দরিদ্রসীমার নীচে থাকেন। তাদের এই সময়ে কাপড় দিয়ে যদি কিছুটা সাহায্য করা যায় সেটাই হবে প্রকৃত মানব প্রেম। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে অনিল চক্রবর্তী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানস চক্রবর্তী, রিঙ্কু ভূমিজ প্রমুখ।