NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীরা রাত ১টায় পৌছবেন কামাখ্যা স্টেশনে
গুয়াহাটি, ১২ অক্টোবর : বিহারে দুর্ঘটনাগ্রস্ত দিল্লি থেকে আসাম অভিমুখী নর্থইস্ট এক্সপ্রেসের যাত্রীদের বৃহস্পতিবার সকালে রেল বিভাগ একটি বিশেষ ট্রেনে নিয়ে আসছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক এ কথা জানিয়েছেন। এদিন সকালে প্রায় ছয়টা নাগাদ দানাপুর থেকে বিশেষ এই ট্রেনটি গুয়াহাটির উদ্দেশে রওনা দিয়েছে। রেলের তরফে বলা হয়েছে, এই ট্রেনে মোট ১০০৬ জন যাত্রী রয়েছেন। আজ গভীর রাত ১টা নাগাদ এই ট্রেনটি কামাখ্যা রেল স্টেশনে এসে পৌছার কথা রয়েছে।
রেলকর্তা জানান, এই দুর্ঘটনায় চারজন যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৪২ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন কিশানগঞ্জের আবু জাহিদ (২৭), আসামের উষা ভান্ডারী (৩৩), আকৃতি ভাণ্ডারী (৮) ও অন্য একজন নরেন্দ্র বলে জানা গেছে। এদের মধ্যে উসা ভান্ডারী ও আকৃতি ভান্ডারী মা ও মেয়ে। তাছাড়া পাটনা এইমসে ভর্তি থাকা গভা যাদব (২৪), পার্টনার ছাদপুর হাসপাতালে ভর্তি থাকা পশ্চিমবঙ্গের সালমান আলি (২৮) ও মনিপুরের বিরহাম সিংয়ের (৩৫) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্যদিকে দুর্ঘটনায় আহত অন্য ৩৯ জন যাত্রীকে পার্টনার এইমস সহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক আরো জানিয়েছেন, এই বিশেষ ট্রেনে আসা যাত্রীদের নামার সুবিধার জন্য সব স্টেশনে ট্রেনটি থামছে। এমনকি ঘরে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা ও খাবারের ব্যবস্থাও করে দিয়েছে রেল বিভাগ। কামাখ্যা স্টেশনে যাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। এখানে তাদের জন্য খাদ্যও মজুদ রাখা হয়েছে।