NE UpdatesAnalyticsBreaking News
দুর্গাপূজার নামে চাঁদা নয়, আহ্বান হিমন্তের
২৯ সেপ্টেম্বর : দুর্গাপূজার নামে চাঁদা সংগ্রহের অপসংস্কৃতি বন্ধ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, আধ্যাত্মিক উতসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত দুর্গাপুজোয় চাঁদা সংগ্রহের নামে অপসংস্কৃতি সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় আধ্যাত্মিক জীবনে দেবী দুর্গার উপাসনার গভীর মাহাত্ম্য রয়েছে। দেবীর পূজা অনাদি কাল থেকে অশুভ শক্তির নিরুদ্ধে লড়াইয়ে সমাজকে সাহস ও প্রেরণা জুগিয়ে আসছে। এই পুজোর সঙ্গে ভক্তি, শ্রদ্ধা ও সাধনার গভীর সম্পর্ক রয়েছে। দুর্গোৎসবের মাধ্যমে সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক বন্ধন সুদৃঢ় হয়। এই পবিত্র উতসব উদযাপনের জন্য ক্ষুদ্র অথবা বড় ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা সংগ্রহ করে তাদের হয়রানি করাটা সমাজের জন্য হিতকর নয়। মুখ্যমন্ত্রী সবার সাহায্য সহযোগিতায় চাঁদা সংগ্রহের অপসংস্কৃতি থেকে চিরতরে মুক্তির সংকল্প গ্রহণ করারও আহ্বান জানিয়েছেন।