Barak UpdatesHappeningsBreaking News
দুধপাতিলের এটিএম মেকানিকস করোনায় আক্রান্ত, জানা যায়নি সংক্রমণ উৎস
৪ জুলাইঃ শনিবার কাছাড়ে ৭ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। ৬জনেরই অবশ্য ভ্রমণ বৃত্তান্ত রয়েছে। তাঁরা বিভিন্ন কোয়রান্টাইন সেন্টারে রয়েছেন। কিন্তু সপ্তম ব্যক্তিরই ভ্রমণ বৃত্তান্ত নেই। ফলে সংক্রমণ উৎস জানা যাচ্ছে না। তিনি হলেন দুধপাতিল পঞ্চম খণ্ডের ৩৫ বছর বয়সী রাজা সিনহা। পেশায় এটিএম মেকানিকস।
জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, তাঁর সংক্রমণটাই প্রশাসনকে উদ্বেগে রেখেছে। তাঁর পরিবারের সকল সদস্যের লালারসের নমুনা সংগ্রহ করেছেন। দুধপাতিল পঞ্চম খণ্ডের বাড়িটিও কন্টেনমেন্ট বলে ঘোষণা করা হয়েছে।
রাজা জ্বর-কাশির চিকিৎসার জন্য শুক্রবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। কোভিড টেস্টের জন্য লালারস সংগ্রহ করে তাঁকে বাড়িতে যেতে দেওয়া হয়েছিল। শনিবার পজিটিভ রিপোর্ট আসতেই তাঁকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়।