Barak UpdatesHappeningsCulture
দুদিনের হস্তশিল্প কর্মশালা সম্পন্ন বদরপুরে
ওয়ে টু বরাক, ২৮ জুলাই : অংকন কলা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় বদরপুর রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলে দুদিনের হস্তশিল্প কর্মশালা শেষ হয়েছে। এতে মোট ৫৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। এই কর্মশালায় দুজন প্রখ্যাত চিত্র ও ভাস্কর্য শিল্পী প্রশিক্ষক হিসেবে ছিলেন। শিলচর থেকে চিত্রশিল্পী: গৌরশঙ্কর নাথ এবং বাঁশকান্দি থেকে গৌতম সিংহ।
ছাত্র-ছাত্রীদের ক্লে মডেলিং এবং শিল্পকার দিয়ে গণেশ তৈরি করার প্রক্রিয়া শেখানো হয়। এটি চলে ২৬ ও ২৭ জুলাই। ২৬ জুলাই, শুক্রবার সকাল ১১টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করেন প্রধান অতিথি ক্ষিতীশ চন্দ্র নাথ প্রিন্সিপাল রেলওয়ে এইচএস স্কুল। বাকি অতিথিরা হলেন এই স্কুলেরই তুষার কান্তি চৌধুরী, অঞ্জন কুমার দাস, সনত কুমার সিংহ, দুলাল চন্দ্র মালি এবং অর্পিতা সিংহ, সিআরসি বদরপুর, অনুপ কুমার বড়ভুঁইয়া অধ্যক্ষ অঙ্কনকলা অ্যাকাডেমি।
গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন,ধৃতিশ্রী চক্রবর্তী।
সবাইকে একে একে উত্তরীয় দিয়ে বরণ করেন অনুপ কুমার বড়ভূঁইয়া। তারপর একে একে সবাই কর্মশালা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শেষ দিনে সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মানপত্র প্রদান করা হয়।