Barak UpdatesHappeningsBreaking News
দুদিনের সর্বভারতীয় শ্রীহট্ট সম্মেলন এ বার শিলচরে
ওয়ে টু বরাক, ১ ডিসেম্বর : সৰ্বভারতীয় শ্ৰীহট্ট সম্মিলনীর বাৰ্ষিক সাধারণ সভা এ বার অনুষ্ঠিত হচ্ছে শিলচরে৷ আগামী বছরের ২০, ২১ জানুয়ারি বঙ্গভবনে হবে অনুষ্ঠান৷ এতে দেশের বিভিন্ন প্ৰান্তে ছড়িয়ে থাকা শ্ৰীহট্ট সম্মিলনীর একাধিক শাখার প্ৰতিনিধ্বিা উপস্থিত থাকবেন৷ ইতিমধ্যে এই সলেনকে ঘিরে প্ৰস্তুতি জোরকদমে শুরু হয়েছে৷ একাধিক উপ সমিতি গড়ে কাজ চলছে৷ সঙ্গে একটি স্মরনিকা প্ৰকাশের উদ্যোগও নেওয়া হয়েছে৷
শিলচরের এ সংক্রান্ত এক সাংবাদিক বৈঠক করে শ্ৰীহট্ট সম্মিলনীর শিলচর শাখার কৰ্মকৰ্তারা জানিয়েছেন, দু-দিনের এই সম্মেলনে মূলত শ্ৰীহট্টিয় লোকাচার, কৃষ্টি সংস্কৃতি, খাবার-দাবার ইত্যাদি তুলে ধরা হবে৷ তাছাড়া এ ধরনের সভা করে শ্ৰীহট্টিয়দের একত্ৰিত করার এক উদ্যোগও থাকবে৷ তাঁরা আরও জানান, দেশের বিভিন্ন স্থানে এমন সম্মেলনের আয়োজন করা হয়৷ সেই পরম্পরা মেনে এ বার শিলচরে এই আসর বসছে৷ তাছাড়া এই সম্মেলনে শুধু সিলেটিরাই নন, বিভিন্ন ভাষাভাষী মানুষও উপস্থিত থাকবেন৷
এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সম্মিলনীর সভাপতি কিশোর ভট্টাচাৰ্য, সম্পাদক সন্তোষ চন্দ, মঞ্জুল দেব, অজয় কুমার রায়, দেবাশিস পুরকায়স্থ, সত্যজ্যোতি দেব, দেবযানী ভট্টাচাৰ্য, মিলন উদ্দিন লস্কর, গৌতম সিনহা, অজিত দেব প্ৰমুখ৷