Barak UpdatesBreaking News
দুদিনের উতসবে মাঘীপূর্ণিমা ভারত সেবাশ্রমের
১৭ ফেব্রুয়ারিঃ মাঘী পূর্ণিমা মহোৎসব ও স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৪ তম আবির্ভাব তিথি উদযাপন করছে ভারত সেবাশ্রম সংঘের শিলচর মালিনীবিল আশ্রম। এ উপলক্ষে গুচ্ছ ধর্মীয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উৎসব হবে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি। ভক্তদের দীক্ষা দেবেন স্বামী তারানন্দজি মহারাজ। ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় হবে উৎসবের সূচনা। সন্ধ্যা ৭ টায় আচার্য বরণ ও পূজারতি।
১৯ ফেব্রুয়ারি মঙ্গলারতির মধ্য দিয়ে ভোর চারটায় শুরু হবে অনুষ্ঠান। পরে একে একে শ্রী সংঘগীতা ও শ্রীমদভাগবত গীতা পাঠ, মহাভিষেক,অন্নকূট ভোগ, পূজারতি, মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি দিয়ে শেষ হবে দিনের পর্ব। ১২৪ টি প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে সান্ধ্য কর্মসূচি শুরু হবে। ধর্মসভা আয়োজিত হবে সন্ধেয় ৬টায়। বৈদিক শান্তি যজ্ঞ ও আরতি রয়েছে এরপর। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শেষ হবে দুদিনের উৎসব।