Barak UpdatesHappeningsBreaking News

দুই শিশুসন্তানকে জলে ডুবিয়ে হত্যা, ধৃত মা

ওয়েটুবরাক, ১ সেপ্টেম্বর : ১০ মাস বয়সের ফাতিমা ও তিন বছরের রেজিনা৷ দুই শিশু গোটা বাড়ি মাতিয়ে তুলত৷ শুক্রবার ভোরে দুইজনকেই হত্যা করলেন তাদের গর্ভধারিনী৷ কচুদরম থানার হাতিখাল এলাকার বাসিন্দা আজমীরা বেগম স্বীকার করেছেন, তিনি উড়না দিয়ে দুই সন্তানকে শরীরে বেঁধে পাশের বাড়ির পুকুরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন৷ তাঁর ভাষ্য, পুকুরে জল কম থাকায় বার বার চেষ্টা করেও তিনি ডুবতে পারেননি৷ পারে উঠে আসেন৷ ততক্ষণে শিশুদুটি প্রাণ হারায়৷

Rananuj

আজমীরার স্বামী বেবুল হোসেন জানান, তিনি সকালে ধানক্ষেতে যাওয়ার সময় আজমীরাকে ডাকেন৷ কিন্তু তার সাড়া মিলছিল না৷ পরে কম্বল সরিয়ে দেখেন, দুই শিশুকে নিয়ে শুয়ে আছেন আজমীরা৷ পরনের কাপড়চোপড় সব ভেজা৷ শিশুদের ঠাণ্ডা লাগতে পারে আশঙ্কায় তিনি তাদের সরাতে গিয়ে টের পান, কারও দেহে প্রাণ নেই৷ চিৎকার, ডাকাডাকি, কান্নাকাটির মধ্যে পুলিশ গিয়ে আজমীরাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে৷ কচুদরম পুলিশ তাঁকে জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ l

এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।আজমিরা বেগম রেবুল হক লস্করের দ্বিতীয় স্ত্রী। অনুমান করা হচ্ছে, দুই সতীনের ঝগড়ায় আত্মহত্যা করতে চেয়েছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker