NE UpdatesHappeningsBreaking News
মণিপুরের দুই মহিলাকে রাজ্যসভায় মনোনীত করার দাবি
ওয়েটুবরাক, ৩ আগস্ট : মণিপুর ইস্যু নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। তাঁরা একটি স্মারকলিপি তুলে দেন রাষ্ট্রপতির হাতে। সঙ্গে তাঁরা দাবি জানান, রাষ্ট্রপতি যেন দুই মণিপুরী নারীকে রাজ্যসভায় মনোনীত করেন। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুরে যাওয়া উচিত বলেও দাবি জানান বিরোধী সাংসদরা৷
প্রসঙ্গত, ভাইরাল ভিডিয়োর ঘটনাটি ঘটে ইম্ফল থেকে প্রায় ৩৫ কিমি দূরে কাংপোকপি জেলায়। সেই ঘটনায় নির্যাতিতা মহিলাদের পরিবারের দুই সদস্যকে খুনও করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদি বাদল অধিবেশনের আগে এই ঘটনাকে ‘জাতির লজ্জা’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। তবে সংসদে এই নিয়ে মোদির বিবৃতির দাবিতে শোরগোল জারি রেখেছেন বিরোধীরা। প্রায় প্রতিদিনই নিয়ম করে মুলতুবি হচ্ছে অধিবেশন।