India & World UpdatesHappeningsBreaking News
দিল্লি পরিষেবা বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর
ওয়েটুবরাক, ১৩ আগস্ট : আইনে পরিণত হল দিল্লি পরিষেবা বিল ৷ আগেই লোকসভায় ও রাজ্যসভায় পাস হয়েছিল ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (অ্যামেন্ডমেন্ট) বিল ৷ শনিবার এই বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ ফলে আইনে পরিণত হয়েছে এই বিল ৷ দিল্লি সরকারের প্রশাসনে আমলাদের নিয়োগ ও বদলি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার হাতে থাকবে, মূলত সেই বিষয়টিই স্পষ্ট করা হয়েছে এই আইনে ৷ এই বিষয়ে আগে অধ্যাদেশ এনেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার, সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে ওই বিষয়ে বিল পেশ করা হয় ৷ গত ১ আগস্ট লোকসভায় ও ৭ আগস্ট রাজ্যসভায় পাস হয় ওই বিল ৷
অরবিন্দ কেজরিওয়ালের আপ-সহ বিরোধী ইন্ডিয়া জোটের দলগুলি বিরোধিতা করলেও এই বিতর্কিত বিল আটকানো সম্ভব হয়নি ৷ সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদের দুই কক্ষেই বিলটি পাশ করিয়ে নেয় কেন্দ্র ৷ বাকি ছিল রাষ্ট্রপতির স্বাক্ষর ৷ শনিবার রাষ্ট্রপতি এই বিলে সই করায় এবার তা আইন হিসেবে গণ্য হলো৷