India & World UpdatesHappeningsBreaking News
দিল্লির অক্ষরধাম মন্দির দর্শন সস্ত্রীক ব্রিটিশ প্রধানমন্ত্রীর
নতুনদিল্লি, ১০ সেপ্টেম্বর : ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে রবিবার দিল্লির অক্ষরধাম মন্দির দর্শন করেছেন। স্বামীনারায়ণ মন্দিরের প্রধান পুরোহিত দুজনকেই স্বাগত জানান এবং তারপর মূল মন্দিরে নিয়ে গিয়ে পূজা-অর্চনা করান। ঋষি এবং তাঁর স্ত্রী ৪৫ মিনিট মন্দিরে ছিলেন। তিনি মূল মন্দিরের পেছনে থাকা আরেকটি মন্দিরে জলাভিষেক করেন। তাঁদের নিরাপত্তার জন্য মন্দিরের ভেতরে ও বাইরে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
শনিবার ৯ সেপ্টেম্বর অক্ষরধাম মন্দিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সুনক। তিনি বলেন, আমি একজন হিন্দু হিসেবে গর্বিত। এভাবেই আমি বড় হয়েছি এবং এভাবেই আছি। আমি রাখিবন্ধন পালন করেছি। তবে সময়ের অভাবে জন্মাষ্টমী পালন করতে পারিনি। তবে আশা করি কোনও মন্দিরে গিয়ে তা করতে পারব। বিশ্বাসই আমাদের শক্তি দেয়।
জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছেন সুনক। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। সম্মেলনের একদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি ব্রিটিশ কাউন্সিলের সদর দফতরে একটি স্থানীয় স্কুলের কয়েকজন শিশুর সঙ্গে কিছু মুহূর্ত কাটান। তাদের সঙ্গে আড্ডা দেন, অক্ষতা শিশুদের সঙ্গে ফুটবলও খেলেন।
ঋষি সুনক ২০২২ সালের অক্টোবরে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। সুনক হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং ব্রিটেনের অ-শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী। সুনক ভারতীয় সফটওয়্যার কোম্পানি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তি-এর জামাতা। অক্ষতা নারায়ণমূর্তির কন্যা।
ঋষি সুনকের বাবা-মা পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। পরে তাঁরা বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সুনক ১২ মে ১৯৮০ সালে ব্রিটেনের হ্যাম্পশায়ারে জন্মগ্রহণ করেন। ঋষি আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, দর্শন এবং অর্থনীতি অধ্যয়ন করেছেন।