India & World UpdatesHappeningsBreaking News
দিল্লিতে আপের হয়ে প্রচারে যাবেন শত্রুঘ্ন, কীর্তি

ওয়েটুবরাক, ২৯ জানুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনে আপের হয়ে প্রচারে যাবেন তৃণমূল কংগ্রেসের নেতারা। দুই সাংসদকে ময়দানে নামাতে চলেছেন তাঁরা।
দিল্লি নির্বাচনে দলের হয়ে প্রচারে যাবেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ও বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। নয়া দিল্লি লোকসভা কেন্দ্রের আপ প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হয়ে প্রচার করবেন শত্রুঘ্ন সিনহা। আর কালকাজি কেন্দ্রের আপ প্রার্থী তথা দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি মারলেনার হয়ে প্রচার করবেন কীর্তি আজাদ। দিল্লি বিধানসভা নির্বাচনে সোমবারই বিজেপি প্রার্থী দুষ্মন্ত গৌতমের হয়ে প্রচার করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।