Barak UpdatesHappeningsBreaking News
দিব্যাঙ্গ কার্ড: সচেতনতায় কর্মশালা এনইআই কালেকটিভের
৩ ডিসেম্বর: আধার কার্ডের আদলে কেন্দ্র দেশের সমস্ত দিব্যাঙ্গদের এক সূত্রে বাঁধতে চলেছে৷ প্রত্যেককে ইউডিআইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই কার্ডের নম্বরই হবে প্রত্যেক দিব্যাঙ্গের পরিচয়৷ এমন মূল্যবান কার্ড কী করে পাওয়া যাবে, কোথায় গিয়ে কার সঙ্গে যোগাযোগ করা দরকার, আধার কার্ডের মত কি স্থানে স্থানে এনরোলমেন্ট সেন্টার খোলা হবে ইত্যাদি নানা প্রশ্ন এখন দিব্যাঙ্গদের মনে৷ সে সব প্রশ্নের জবাব দিতে এবং এ নিয়ে স্বেচ্ছাসেবী হিসাবে যারা কাজ করবেন, তাদের প্রশিক্ষিত করতে বৃহস্পতিবার এক সচেতনতা শিবির ও কর্মশালার আয়োজন করেছে নর্থ ইস্ট ইন্ডিয়া কালেকটিভ৷ সহযোগিতায় রয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ, লায়নস ক্লাবের শিলচর প্রিমিয়ার, শিলচর রয়্যালস ও হাইলাকান্দি রয়্যালস৷
শিলচর ইলোরা হেরিটেজ হলে এই কর্মশালা শুরু হবে বেলা সোয়া ১২টায়৷ তাতে অতিথি বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর৷ বক্তব্য রাখবেন শিক্ষাবিদ রাণারঞ্জন নাথ ও আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক এম গঙ্গাভূষণ৷ ইন্দ্রাণী দাস স্পেশাল এডুকেটর৷
আয়োজকদের পক্ষে নর্থ ইস্ট ইন্ডিয়া কালেকটিভের আহ্বায়ক স্বর্ণালী চৌধুরী ও সক্ষমের শিলচর সম্পাদক ময়ঙ্ক শেখর জানিয়েছেন, কর্মশালার সহযোগিতায় রয়েছে সক্ষম, আমসা এবং রোটারেক্ট ক্লাবের মেডিক্যাল কলেজ শাখাও৷