Barak UpdatesHappeningsBreaking News
দিব্যাঙ্গদের জন্য বার্ষিক ক্রীড়ার আয়োজন করছে লায়নস ক্লাব অফ শিলচর ভ্যালি
ওয়েটুবরাক, ১৭ মার্চ : গত বুধবার রাজীব ওপেন ইনস্টিটিউট শিলচরে ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি’-র পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি শংকর ভট্টাচার্য। সম্পাদক সঞ্জীব রায় ফেব্রুয়ারি-মার্চ মাসের ক্লাবের বিশদ কার্যক্রম তুলে ধরেন এবং শেষ সভার কার্যবিবরণীও শোনান। পাশাপাশি সমাজের জন্য আসন্ন মাসগুলিতে অনেক প্রকল্পও হাতে নেওয়া হয়। পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন ডাঃ সুকল্যাণ দের প্রস্তাব অনুযায়ী শারীরিকভাবে প্রতিবন্ধী ‘দিব্যাঙ্গদের’ জন্য একটি ক্রীড়া উৎসব আয়োজন করার বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদন জানানো হয়৷ একই সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পও হাউসের অনুমোদন লাভ করে । পরে কোষাধ্যক্ষ কৌশিকী পদ ভট্টাচার্য আয়-ব্যয়ের হিসাব পেশ করেন এবং এবং সর্বসম্মতিক্রমে পাস হয়।
এরযপর চেয়ারম্যান আশুতোষ চৌধুরীর সভাপতিত্বে, ‘মনোনয়ন কমিটির সভা’, সদস্য কনকেশ্বর ভট্টাচার্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। বোর্ড সদস্যদের তালিকা, ২০২৩-২৪ সালের জন্য ক্লাব অফিসার সহ চেয়ারম্যান পদাধিকারীর তালিকা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ তারিখে অনুষ্ঠিতব্য সাধারণ কমিটির সভায় প্রেরণ করা হয় । আইপিপি অভিজিৎ ভট্টাচার্য, তনুশ্রী ভট্টাচার্য, চন্দ্রাবতী রায়, সুভাষ চক্রবর্তী, ডাঃ দীপাঞ্জন দেব, বন্দিতা ত্রিবেদী রায়, জুবায়ের ইনাম, সুমিতা ভট্টাচার্য, পাপিয়া দেব, কঙ্কা বিশ্বাস এবং অন্যান্যরাও সভায় তাদের মতামত তুলে ধরেছেন। মনজু খানডেলওয়ালের আকস্মিক মৃত্যুতে শোক স্বরূপ এক মিনিট নীরবতা পালনের পর সভা শেষ করা হয়।