Barak UpdatesHappeningsBreaking News

দিবাস্ক্যানে রবিবার রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ রাজকুমার ভট্টাচার্য

ওয়েটুবরাক, ১১ নভেম্বর : হৃদরোগ চিকিৎসায় এখন অনেকটা এগিয়ে শিলচর৷ কিছুদিন আগেই শিলচর মেডিক্যাল কলেজে এনজিওগ্রাফি হয়েছে, কিছুদিন পরে হবে এনজিওপ্লাস্টিও৷ কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আজও বর্তমান৷ এই অভাব কিছুটা হলেও মেটানোর উদ্যোগ নিয়েছে শিলচর শহরের প্রতিষ্ঠিত চিকিৎসা সহযোগী সংস্থা দিবাস্ক্যান ডায়াগনোস্টিক সেন্টার৷ তাঁরাই বেশ কিছুদিন ধরে যোগাযোগ করে বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক রাজকুমার ভট্টাচার্যের কাছ থেকে সময় নিয়েছেন৷ আগামী রবিবার শিলচর হাইলাকান্দি রোডস্থিত (সেকেন্ড লিংক রোডের বিপরীতে) দিবাস্ক্যানে বসবেন ডা. ভট্টাচার্য৷ রোগী দেখবেন, পরামর্শ দেবেন৷ প্রয়োজনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন৷

Rananuj

দিবাস্ক্যান কর্তৃপক্ষ জানিয়েছেন, কেউ তাঁর পরামর্শ নিতে চাইলে এখনও নাম লেখানো যেতে পারে৷ ফোনে যোগাযোগের নম্বর : 9435620734, 6003581230 বা 6003573699৷

টিএমটি, ইকো-কার্ডিওগ্রাফিরও সুবিধা রয়েছে দিবাস্ক্যান ডায়গনোস্টিক সেন্টারে৷ তবে সে ক্ষেত্রেও আগে নাম লেখাতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker