Barak UpdatesHappeningsBreaking News
দারুল উলুম বাশঁকান্দি মাদ্রাসায় রক্ত দিলেন ৩৩ জন
ওয়েটুবরাক, ২৮ জুলাই : থ্যালাসেমিয়া ও অন্যান্য জরুরিকালীন পরিষেবার জন্য দারুল উলুম বাঁশকান্দিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গত রবিবার অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং অশিক্ষক মিলে মোট ৩৩ জন রক্তদান করেন।
কিছুদিন আগে মাদ্রাসার প্রধান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মওলানা ইয়াহিয়া জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কাছে এব্যাপারে প্রস্তাব রাখলে সেটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলার অসামরিক হাসপাতালস্থিত ব্লাডব্যাঙ্ককে নির্দেশ দেন । সে অনুযায়ী মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি মাদ্রাসা পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয়। তাঁর আগে স্বাস্থ্য বিষয়ে সচেতনতামুলক নানা আলোচনা করেন বিশিষ্টজনেরা। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মাদ্রাসার ছাত্র সহ স্থানীয় ২১২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবির পরিচালনায় সহযোগিতা করেন চিকিৎসক হাবিব ইসলাম , ফারফিন লস্কর ও সায়ন বৈষ্ণব। তাদেরকে সহযোগিতা করেন রাজদীপ দাস, শরিফ উদ্দিন লস্কর, আয়ুব হোসেন প্রমুখ। তাছাড়া বাহার উদ্দিনের তত্ত্বাবধানে অসংক্রমিত রোগ (এনসিডি) পরীক্ষা করে সঞ্জীবনী ১০৪। রক্তদান শিবির পরিচালনায় ছিলেন ব্লাড ব্যাঙ্কের টেকনিক্যাল সুপারভাইজার ওয়াসিম জাবেদ চৌধুরী। তাঁকে সহযোগিতা করেন স্টাফ নার্স সঞ্জনা রায়, ল্যাব টেকনিশিয়ান লিটন দেবনাথ, সুব্রত চন্দ, পিনাকি দাস, কিষান দাস ও ফার্মাসিস্ট এনামুল হক লস্কর। এদিনের গোটা প্রোগ্রাম পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা এনএইচএমের ডিএমই ড. গুলবাহার রাজ বড়ভুইয়া।