Barak UpdatesHappeningsBreaking News
দায়িত্ব নিল রোটারি পিঙ্কের নয়া টিম, সভাপতি জয়শ্রী কর
ওয়েটুবরাক, ২৪ আগস্ট : দক্ষিণ এশিয়ায় মহিলা রোটারিয়ানদের প্রথম ক্লাব দক্ষিণ ভারতে তৈরি হয়েছে৷ দ্বিতীয়টি ওড়িশায়, তৃতীয়টি শিলচরে৷ অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারত ধরলে প্রথম মহিলা পরিচালিত রোটারি ক্লাবটি শিলচরেই আত্মপ্রকাশ করে৷ তাই রোটারি ক্লাব অব শিলচর পিঙ্কের কাজকর্মের দিকে খেয়াল রাখেন বিস্তৃত অঞ্চলের রোটারিয়ানরা৷ একই কারণে সবাই তাকিয়ে থাকেন শিলচরের পিঙ্ক ক্লাবের কমিটি পুনর্গঠনের দিকে৷ এ যে বিরাট চ্যালেঞ্জ, তা জেনেই গত শুক্রবার দায়িত্ব নিয়েছেন নতুন সভাপতি জয়শ্রী কর ও সম্পাদক চন্দনা পুরকায়স্থ৷
ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাছাড় ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর তৈমুর রাজা চৌধুরী৷ মঞ্চে ছিলেন সদ্যপ্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর চিরঞ্জিৎ ঘোষ, শিলচর রোটারি ক্লাবের সভাপতি গৌতম পাল প্রমুখ৷ সবাই পিঙ্ক তথা মহিলা রোটারিয়ানদের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন৷ বিদায়ী সম্পাদক মণিকা পাল তাঁদের গত বছরের কাজকর্মের খতিয়ান তুলে ধরেন৷ তিনি জানান, বছরভর নানা কর্মসূচি বাস্তবায়িত করা সম্ভব হয়েছে, তাঁর কার্যকালের সভাপতি ডা. বিজয়লক্ষী দাসের সক্রিয় সহযোগিতার দরুন৷
মুখ্য অতিথির ভাষণে তৈমুর রাজা চৌধুরী বলেন, “আমিও আমার ক্লাবে সম্পাদক, সভাপতি সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছি৷ কিন্তু রোটারি পিঙ্কের ওইসব পদাধিকারী যখন আমার তখনকার কাজকর্মকে ছাপিয়ে যায়, আমার বেশ গর্ববোধ হয়৷ সন্তানের বিশাল সাফল্যে পিতার যে অনুভূতি হয়, আমি তা-ই অনুভব করি৷” চিরঞ্জিৎ ঘোষ জানান, গত বছরে অ্যাসিস্ট্যান্ট গভর্নর হিসাবে তাঁর সাফল্যের বড় অংশীদার পিঙ্কের সদস্যরা৷ মহিলাদের ক্লাব, নতুন ক্লাব বলে তাঁরা মোটেও পিছিয়ে থাকেননি৷
নতুন কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন তিন উপসভাপতি মধুলিকা খান্ডেলওয়াল, শান্তা রায় ও পর্ণশ্রী ভট্টাচার্য৷ কোষাধ্যক্ষ মণিকা পাল, সার্জেন্ট-এট-আর্মস বহ্নিশিখা দেব৷ শমিতা দত্ত এই বছরের যুগ্ম সম্পাদক এবং
আগামী বছরের সভাপতি৷ ফাউন্ডেশন চেয়ারম্যান বিমলা খান্ডেলওয়াল, ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যান ড. প্রিয়াঙ্কা সিনহা, মেম্বারশিপ ডেভেলপমেন্ট চেয়ারম্যান পুনম নাহাটা, সার্ভিস প্রজেক্ট চেয়ারম্যান ডা. বিজয়লক্ষী দাস, নিউ জেনারেশন চেয়ারম্যান সুতপা ভট্টাচার্য, পাবলিক রিলেশনস চেয়ারম্যান মৌসুমী রায়, এডিটর পূজা পাটোয়া, লিটারেসি চেয়ারম্যান বাপী দত্ত দে এবং উইন প্রকল্পের চেয়ারম্যান মুন দত্ত৷
তাঁদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে রোটারি ক্লাব অব শিলচর সেন্ট্রালের সভাপতি লুৎফা আরা চৌধুরী এবং হাইলাকান্দি রোটারি ক্লাবের সম্পাদক বিজয়িনী ভট্টাচার্যও উপস্থিত ছিলেন। ছিলেন সক্ষমের কর্মকর্তা মিঠুন রায় এবং বিশ্বরাজ চক্রবর্তীও। রোটারি পিঙ্কের কর্মকর্তারা বছরভর নানা ভাবে সাহায্য করার জন্য তাঁদের কথা বিশেষভাবে উল্লেখ করেন।