Barak UpdatesHappeningsSportsBreaking News
দাবা দিবসে রাজ্য দাবায় কাছাড়ের সাফল্য
ওয়েটুবরাক, ২০ এপ্রিল : আজ মঙ্গলবার আন্তর্জাতিক দাবা দিবসে রাজ্য জুনিয়র অনলাইন র্যাপিড দাবায় প্রথম এবং তৃতীয় স্থান অধিকার করে জেলার পতাকা ওড়ালো অভ্রজ্যোতি নাথ এবং স্নেহাল রায়। রাজ্যের নামকরা দাবাড়ু ময়ংক চক্রবর্তী এবং মুহ্যমান ঠাকুরিয়ার সঙ্গে ড্র করে ছয় রাউন্ডে পাঁচ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন স্নেহাল। অন্যদিকে ছয় রাউন্ডে সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন প্রাণগোবিন্দ পরাশর কাশ্যপ। কাশ্যপের সঙ্গে ড্র হলেও শেষ রাউন্ডের খেলায় অবলীলায় ময়ঙ্ককে হারিয়ে সাড়ে পাঁচ পয়েন্ট পেয়েই টাইব্রেকার বাখলজ পয়েন্টের হিসাবে চ্যাম্পিয়ন হন অভ্রজ্যোতি নাথ। জেলা দাবা সংস্থার পক্ষ থেকে দুই বিজয়ীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সংস্থার সভাপতি অধ্যাপক চার্বাক এবং সাধারণ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী।
এই সুবাদে আগামী ২২ থেকে ২৪ জুলাই অনলাইনে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে আসামের বাছাই প্রতিনিধি হিসাবে অংশ নেবে অভ্রজ্যোতি নাথ এবং প্রাণগোবিন্দ পরাশর কাশ্যপ। জাতীয় পর্যায়ে বিশেষ এন্ট্রিতে স্নেহাল রায়ও খেলবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আর্বাইটার হিসাবে এদিনের অনলাইন খেলা পরিচালনা করেন প্রণবকুমার নাথ, এম অরুণ সিংহ, অধ্যাপক চার্বাক, তাবা নাম এবং মনিমালা সিংহ।