Barak UpdatesBreaking News

দাবদাহে জ্বলছে উপত্যকা, অসুস্থ ছাত্রীকে ভর্তি করা হল হাসপাতালে
Heat wave prevails in Barak Valley, many school students admitted in hospital

১৩ জুন : দাবদাহে জ্বলছে গোটা উপত্যকা। প্রচন্ড রোদে হাসফাঁস করছেন মানুষ। বিশেষ করে স্কুল পড়ুয়া, অফিস কর্মী ও দিন মজুরদের অবস্থা সঙ্গীন হয়ে পড়েছে। কাজের মধ্যেই বিভিন্ন স্থানে গরমে অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে শিলচর তারাপুরের সূর্যকুমার স্কুলে গরমে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই স্কুল কর্তৃপক্ষ নবম শ্রেণিতে পাঠরত সুপর্ণা দেবনাথকে নিয়ে যান শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিতসার পর অবশ্য তাকে বাড়ি নিয়ে আসা হয়। বেরেঙ্গার রমণী মোহন হাইস্কুলের ছাত্রী সালমা বেগমও এ দিন দুপুরে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এভাবে আরও কয়েকটি স্কুলে এভাবে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তবে এদের নামধাম জানা যায়নি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই পারদ উর্ধ্বমুখী। তবে বুধ ও বৃহস্পতিবার তাপমাত্রা ছিল এ মরশুমের সবথেকে বেশি। শিলচরে পারদ ৩৮ ডিগ্রির উপরে। অন্যদিকে, গত সোমবার এ বছরের সবথেকে বেশি গরম অনুভূত হয়েছে দিল্লিতে। সেখানে তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker