Barak UpdatesHappeningsBreaking News
পাথারকান্দির বিধায়ক সুস্থ, আজ ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে
২৮ জুন : করোনা মুক্ত হয়ে আজ বাড়ি ফিরছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। গত ১৮ জুন তাঁর সোয়াব টেস্ট করা হয়েছিল। এরপর ২০ জুন রিপোর্ট আসার পর পজিটিভ ধরা পড়ে। সেসময় তাঁকে করিমগঞ্জের সরকারি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে বিধায়কের দেহে করোনার কোনও লক্ষণ প্রকাশ পায়নি। শনিবার পুনরায় তাঁর সোয়াব টেস্ট করার পর রিপোর্ট আসে নিগেটিভ। ফলে মাত্র ৬ দিনের মাথায় রবিবারই বাড়ি ফিরছেন তিনি। অবশ্য তাঁকে আরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এ দিকে, বিধায়কের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়ার পর তাঁর পরিবারের সদস্যদেরও কোয়ারেন্টাইন করা হয়। পরিবারের সবার লালারসের নমুনা সংগ্রহ করা হয়। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই সবার রিপোর্ট নিগেটিভ আসে। করিমগঞ্জের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ অনুপ দৈত্যারি জানিয়েছেন, রবিবার বিধায়ককে হাসপাতাল থেকে ছাড়া হবে। তিনি জানান, বিধায়কের সঙ্গে আরও ১০ জনকে হাসপাতাল থেকে ছাড়া হবে।
অন্যদিকে, বিধায়ক কৃষ্ণেন্দু পাল করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক রয়েছে গোটা পাথারকান্দি জুড়ে। বিভিন্ন স্থানে বিধায়কের আরোগ্য কামনা করে প্রার্থনাও করা হয়। এ বার তাঁর রিপোর্ট নিগেটিভ আসায় অনেকটাই স্বস্তি দেখা দিয়েছে জনমনে।