Barak UpdatesHappeningsBreaking News
দশ দিনের সংস্কৃত শিক্ষা শিবিরের উদ্বোধন শিলচরে
ওয়েটুবরাক, ১৪ জুন : সংস্কৃত ভারতী ও ভুবনেশ্বর ঠাকুর সেবাশ্রমের যৌথ উদ্যোগে সোমবার দশ-দিনের সংস্কৃত সম্ভাষণ শিবিরের উদ্বোধন করা হয়েছে। এ দিন বিকেলে সরস্বতী বন্দনা ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তারাপুর শ্রীভুবনেশ্বর ঠাকুর সেবাশ্রমে কার্যক্রমের সূচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন আশ্রমের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক জ্যোতির্ময় সিনহা।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সকল ভারতীয় ভাষার মূল উৎস হ’ল সংস্কৃত ভাষা। নিজের মাতৃভাষার উন্নতি করতে হলে সংস্কৃত ভাষা শিক্ষা খুবই দরকার। তাই তিনি নিজেও এই শিবিরে শিক্ষার্থী হিসেবে অংশ গ্রহণ করবেন।
শিবিরের মোট ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আগামী ২৩ জুন পর্যন্ত চলবে এই শিবির। মূলত কীভাবে সরল সংস্কৃত ভাষায় কথা বলা যায় তার প্রশিক্ষণ দেওয়া হবে এই শিবিরে। বিশিষ্ট সংস্কৃত ভাষার শিক্ষক কৃষ্ণ দেব, তপন শীল ও শ্যামদাস সিনহা তাদের বক্তব্যে এ কথা জানান। শিবিরে প্রশিক্ষক হিসেবে থাকবেন আরেক সংস্কৃত শিক্ষক বুদ্ধদেব পুরকায়স্থ।