NE UpdatesHappeningsBreaking News

দলীয় প্রচারের জন্য আয়োজিত সরকারি কর্মসূচিতে অংশ নেব না, সরকারকে জানাল কংগ্রেস

ওয়েটুবরাক, ১ নভেম্বর : জনকল্যাণমূলক  সরকারি কর্মসূচিতে অবশ্যই কংগ্রেস অংশগ্রহণ করবে৷ কিন্তু যে সব সরকারি কর্মসূচি নিজেদের দলীয় প্রচারের লক্ষ্যেই আয়োজিত হয়, সেইগুলিতে তাঁরা অংশ নেবেন না৷ আসাম প্রদেশ কংগ্রেস মঙ্গলবার তাদের অবস্থান স্পষ্ট করল৷ সেইসঙ্গে চিঠি লিখে তা সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে৷

Rananuj

আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ রাজ্যের জনসংযোগ ও জলসম্পদ মন্ত্রী চিঠি পাঠিয়ে বলেন, সরকারের যে সব কার্যসূচিতে জনকল্যাণ নিহিত থাকবে, মূল লক্ষ্য থাকবে সার্বিক উন্নয়ন, সে সব কর্মসূচিতে কংগ্রেস অংশ নেবে৷ কিন্তু দলীয় প্রচারের লক্ষ্যে আয়োজিত বা জনগণকে কোনও ভাবে প্ররোচিত করা হলে, সেই সব কর্মসূচিতে তাঁরা অংশ নেবেন না৷ মুখ্যমন্ত্রীকেও দলের অবস্থান জানিয়ে দিতে অনুরোধ করেছেন বিধায়ক কমলাক্ষ৷

অমৃত কলস যাত্রায় কয়েকজন কংগ্রেস বিধায়ক ও নেতার অংশগ্রহণ করা থেকে এই বিবাদের সূত্রপাত ঘটেছিল৷ কংগ্রেস আপত্তি জানালে পীযূষ জানতে চেয়েছিলেন, আর কোনও সরকারি কর্মসূচিতে কি কংগ্রেস যোগ দেবে না? তাহলে তাঁদের আর আমন্ত্রণ জানানো হবে না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker