NE UpdatesHappeningsBreaking News
দরঙের বরখাস্ত পুলিশ সুপার রাজমোহন রায় গ্রেফতার
১০ নভেম্বর : ঢেকিয়াজুলির নাবালিকা কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িত দরঙের পুলিশ সুপার রাজমোহন রায় বৃহস্পতিবার অসম পুলিশের সিআইডি শাখায় আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর বরখাস্ত পুলিশ সুপারকে গ্রেফতার করে সিআইডি। দরঙের ধোলায় কিশোরীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারের ভয়ে গত কিছুদিন থেকে পলাতক ছিলেন এই পুলিশ সুপার। বুধবার কার্যালয়ে হাজির থাকার জন্য রাজমোহন রায়কে তলব করেছিল সিআইডি। এ দিকে, গ্রেফতারের ভয়ে এখনও পলাতক রয়েছেন দরঙের অতিরিক্ত জেলা ন্যায় দণ্ডাধীশ আশীর্বাদ হাজরিকা।
উল্লেখ্য, ঢেকিয়াজুলির নাবালিকা কিশোরী হত্যাকাণ্ডে চাকরি থেকে বরখাস্ত করা হয় পুলিশ সুপার রাজমোহন রায়কে। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্ত ধোলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক উতপল বরা, অতিরিক্ত পুলিশ সুপার রূপম ফুকন ও তিনজন চিকিতসককে পুলিশ গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, দরঙের বরখাস্ত পুলিশ সুপার রাজমোহন রায় গুয়াহাটি হাইকোর্টে অন্তর্বর্তী অগ্রিম জামিনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু বুধবার গ্রহণ করা এক শুনানিতে হাইকোর্ট এই জামিনের আবেদন নাকচ করে দেয়।