Barak UpdatesHappeningsBreaking News
দয়াপুরে হাইলাকান্দির হোমগার্ডদের এসেসমেন্ট ২৬ ডিসেম্বর
ওয়েটুবরাক, ২২ ডিসেম্বর : হাইলাকান্দি জেলার প্রশিক্ষণপ্রাপ্ত হোমগার্ডদের অ্যাসেসমেন্ট আগামী ২৬ ডিসেম্বর দয়াপুরের ডিটিসি হোমগার্ড প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। হোমগার্ড বাহিনীর শিলচরের ডিস্ট্রিক্ট কমান্ডেন্ট হাইলাকান্দি জেলার হোমগার্ড প্রশিক্ষণপ্রাপ্তদেরকে ওই অ্যাসেসমেন্ট শিবিরে ২৬ ডিসেম্বর সকাল আটটা থেকে উপস্থিত থাকতে বলেছেন। এতে প্যাট এবং মেডিকেল অফিসিয়েন্সি টেস্ট-এর জন্য হোমগার্ড স্বেচ্ছাসেবকদের প্যান কার্ড, আধার কার্ড, কারেক্টার সার্টিফিকেট সহ সব ডকুমেন্টের অরিজিনাল নিয়ে যেতে বলা হয়েছে।