Barak UpdatesHappeningsBreaking News
দয়ানন্দ বরগোঁহাইর অপসারণের সিদ্ধান্তকে স্বাগত জানাল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট
ওয়েটুবরাক, ২৬ মে: আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যান পদে নিযুক্তি পেয়েছেন রুকমা গোঁহাই বরুয়া। ‘বাঙালিবিদ্বেষী’ দয়ানন্দ বরগোঁহাইর স্থলাভিষিক্ত হলেন তিনি৷ বরগোঁহাই অপসারণের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট।
মুখ্য আহ্বায়ক কল্পার্নব গুপ্ত বলেন, দয়ানন্দ বরগোঁহাই গণমাধ্যমে বলেছিলেন, বরাকের বাঙালিরা যদি অসমিয়া শিখতে না চায় তবে তারা আসাম ছেড়ে পশ্চিমবাংলায় চলে যেতে পারে। তার এই চূড়ান্ত অপমানকর মন্তব্যের প্রতিবাদে প্রথম সরব হয়েছিল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। তিনি বলেন, “আমি পরদিনই স্বতঃপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করতে বাধ্য হই।” আইনের ছাত্রী প্রথমা দত্তরায় সহ অনেকেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং শিলচরের বিভিন্ন সংগঠনও তাঁর এই বক্তব্যের জোরালো প্রতিবাদ জানান। কল্পার্ণব গুপ্ত বলেন, এই যৌথ প্রতিবাদের জন্যই সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত। তবে তিনি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন এবং আশা করছেন, ভবিষ্যতেও যদি এরকম অবাঞ্ছিত কিছু ঘটে তবে সরকার সংশ্লিষ্ট ব্যক্তি বা গ্রুপের বিরুদ্ধে এইভাবেই দ্রুত সিদ্ধান্ত নেবেন।