NE UpdatesHappeningsBreaking News

দক্ষিণ মিজোরামে বন্যা-ধসে উদ্বেগ, ৫০০ পরিবার ঘরছাড়া

ওয়েটুবরাক, ১০ আগস্ট : কিছুদিন ধরে নাগাড়ে বৃষ্টিপাতের দরুন দক্ষিণ মিজোরামে বন্যা দেখা দিয়েছে৷ বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামসমূহ থেকে বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে৷ স্কুল, কলেজ এবং সরকারি দালানবাড়িতে তাদের জন্য শিবির গড়া হয়েছে৷ লুংলেই এবং লংতলাই জেলার বহু বাড়ি এখন জলের তলায়৷ দুর্যোগ মোকাবিলা মন্ত্রী লালচাম লিয়ানা জানান, চাকমা পার্বত্য স্বশাসিত পরিষদ এবং বাংলাদেশ সীমান্ত ঘেষা গ্রামের মানুষ কয়েকদিন ধরে বাড়িছাড়া৷ দুই জেলাশাসককে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ সমস্ত ক্ষয়ক্ষতির রিপোর্ট জেলাশাসকরাই তৈরি করছেন৷
এ দিকে, ৫৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বাড়ি ধসে পড়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে৷ প্রচুর গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে৷ সারচিপ সহ বিভিন্ন জেলায় রাস্তা ধসে পড়েছে৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker