Barak UpdatesHappeningsBreaking News
দক্ষিণ করিমগঞ্জ ও আলগাপুরে অগপ-বিজেপি দুই দলই প্রার্থী দেবে
ওয়েটুবরাক, ৮ মার্চ: দক্ষিণ করিমগঞ্জ এবং আলগাপুরে শাসকজোটের উভয় দলই প্রার্থী দেবে৷ অগপ-কে আসনদুটি ছেড়ে দিতে বড় শরিকের কোনও আপত্তি ছিল না৷ কিন্তু জট বাঁধে পশ্চিম গুয়াহাটি আসন নিয়ে৷ অগপ কিছুতেই ওই আসন ছাড়তে রাজি হয়নি৷ বরং বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার প্রস্তাব দেয়৷ বিজেপি তখন বরাক উপত্যকার আসনদুটিতেও একই ভাবে দুই দলেরই প্রার্থী থাকার কথা জানিয়ে দেয়৷
প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা শিলচরের সাংসদ রাজদীপ রায় বলেন, অগপ গোঁ ধরে থাকায় সব আসনে সর্বসম্মত জোটপ্রার্থী দেওয়া যায়নি৷ অন্য কোনও আসনে এর প্রভাব পড়বে না বলেই তিনি আশাবাদী৷ শিলচরের বর্তমান বিধায়ক দিলীপকুমার পাল আজ সোমবার নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন৷ আরও বেশ কিছু আসনে বিক্ষুব্ধরা দলীয় ভোটে ভাগ বসাতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন৷
দিলীপবাবুকে নিয়ে কোনও মন্তব্য করতে যাননি শিলচরের সাংসদ৷ কবীন্দ্র পুরকায়স্থের অভিযোগ নিয়েও তাঁর কোনও প্রতিক্রিয়া প্রকাশে রাজি হননি৷ বিক্ষুব্ধদের ক্ষোভ-বিক্ষোভে বেশি গুরুত্ব দিতে নারাজ তিনি৷ শুধু বলেন, চারদিকে এত উন্নয়নমূলক কাজের পর কারও পক্ষে বিজেপির ভোটকাটা সম্ভব হবে না৷ তা করতে গেলে নিজের রাজনৈতিক জীবনেই তা ব্যুমেরাং হয়ে ফিরবে৷ কেউ এমন ভুল করবেন না বলেই মনে করছেন রাজদীপ৷ অনেক আসনেই ক্ষোভ-বিক্ষোভ মিটে গিয়েছে বলে দাবি তাঁর৷