ওয়েটুবরাক, ৪ মার্চ : শুক্রবার দক্ষিণ অসমের ১৬টি বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। এরপর থেকে শুরু হবে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। মনোনয়ন দাখিল সম্পর্কে বেশ কিছু নিয়ম-নির্দেশিকা জারি করা হয়েছে । করিমগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ের ১০০ মিটারের মধ্যে কেবল মাত্র দুটি গাড়ি নিয়ে আসা যাবে । এছাড়া প্রার্থীর সাথে রিটার্নিং অফিসারের কক্ষে মনোনয়ন দাখিলের সময় কেবলমাত্র দুজন ব্যক্তি উপস্থিত থাকতে পারেন ।
উল্লেখ্য মনোনয়ন দাখিলের জন্য পাঁচটি বিধানসভা কেন্দ্র অনুযায়ী পাঁচজন রিটার্নিং অফিসার থাকছেন । রাতাবাড়ি বিধানসভা চক্রের রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন নিশার্গ হিবারে, পাথারকান্দি চক্রের জন্য রাজেশ টেরং, উত্তর করিমগঞ্জ চক্রের রিটার্নিং অফিসার হিসেবে জেলাশাসক আম্বামুথন এমপি, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে পিকে গুপ্তা এবং বদরপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে জেমস এইন্ড দায়িত্বে রয়েছেন৷ জেলাশাসক মনোনয়ন দাখিল করার স্থানগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা জারি রাখতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এছাড়া সিসিটিভি ফুটেজেও নিয়ম-নীতির লংঘন করা হচ্ছে কিনা তাও নজরদারি চলবে।