Barak UpdatesHappeningsBreaking News
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবনরক্ষায় রক্তদান শিবির
১৬ জুলাই: থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের বাঁচানোর জন্য ‘অরফান্স অ্যান্ড সোশিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং কুলচুরি ইয়ংস্টার ক্লাব, ইলেভেন স্টার ক্লাব , রবিনহুড আর্মি ও মুসলিম স্টুডেন্ট ফেডারেশন, করিমগঞ্জ-এর সহযোগিতায় এবং বরাকভ্যালি থ্যালাসেমিয়া সোসাইটি ও সক্ষম দক্ষিণ আসামের ব্যবস্থাপনায় বুধবার করিমগঞ্জের পশ্চিম বালিয়ার স্থানীয় তাহফিজুল কোরআন নূরানী সিনিয়র মাদ্রাসায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে উপস্থিত ছিলেন মুখ্য আয়োজক মওলানা আজির উদ্দিন, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ , করিমগঞ্জের গান্ধাই ব্রাহ্মণশাসনের জেলা পরিষদ সদস্য শঙ্কর মালাকার, বরাক ভ্যালি থ্যালাসেমিয়া সোসাইটির সভাপতি মজির উদ্দিন আহমেদ, শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ রাজীব বিশ্বাস, গান্ধাই জিপি সভাপতি রুহুল আমিন চৌধুরী, রবিনহুড আর্মি ও সক্ষম, দক্ষিণ আসামের পক্ষ থেকে পার্থ দাস, শর্মিলা পুরকায়স্থ (দেব) এবং আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান হোসেন, অলিদ হোসেন, রেজাউল করিম।
সংক্ষিপ্ত সভার পর রক্তদান শুরু হয়। মওলানা আজির উদ্দিন, শঙ্কর মালাকার, সুলতান হোসেন, অলিদ হোসেন, রেজাউল করিম সহ মোট একচল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বরাক ভ্যালি থ্যালাসেমিয়া সোসাইটি ও সক্ষম-এর পক্ষ থেকে আয়োজক ও রক্তদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এই শিবির আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় করিমগঞ্জ জেলা প্রশাসন । আয়োজকদের পক্ষ থেকে মিঠুন রায় ও শাহ আলম লস্কর এক বিজ্ঞপ্তিতে এই খবর জানান ।