Barak UpdatesHappeningsBreaking News
থিয়েটার ওয়ার্কশপের সাংস্কৃতিক মেলায় রক্তদান শিবির
ওয়ে টু বরাক, ২৯ ডিসেম্বর : বদরপুরের থিয়েটার ওয়ার্কশপের সাংস্কৃতিক মেলায় অন্য অনুষ্ঠানের সঙ্গে পঞ্চম দিন অর্থাৎ ২৮ ডিসেম্বর উৎসাহ ও উদ্দীপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের সহযোগিতায় ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম করিমগঞ্জ। রক্ত সংগ্রহে ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টার।
এ দিন শিবিরের শুভারম্ভ হয় সম্বর্ধনার মধ্য দিয়ে। ব্যবস্থাপক সংস্থা একে একে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্পাদক করুণাময় পাল, কাছাড় ক্যান্সার হাসপাতালের কর্মকর্তা কল্যাণ চক্রবর্তী, কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের কোর্ডিনেটর শতরূপা কংসবনিক এবং বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের করিমগঞ্জ জেলার সম্পাদক বরুণ দাশগুপ্তকে।
এরপরে একে একে বক্তব্য রাখেন করুণাময় পাল, কল্যাণ চক্রবর্তী এবং বরুণ দাশগুপ্ত। ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে থিয়েটার ওয়ার্কশপ বদরপুরের কর্নধার রূপক রক্ষিতকে উত্তরীয় দিয়ে সম্মান জানান ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্পাদক করুণাময় পাল।
এরপরই শুরু হয় রক্তদান শিবির। মোট ১৯ জন শিবিরে স্বেচ্ছায় রক্তদান করছেন। দু’জন মহিলা সহ মোট দশ জনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় রক্তদান থেকে আপাতত বিরতি দিতে হয়। ফোরামের সদস্য সদস্যাদের মধ্যে উপস্থিত ছিলেন দীপিকা সুত্রধর, সায়ন্তনী নন্দী, সুমিত দাস ও অভিজিৎ সেনগুপ্ত। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৩ ফোরামের করিমগঞ্জ জেলার ব্যবস্থাপনায বদরপুর রেল শহরে রক্তবিজ্ঞান, রক্তদান ও দেহদানের ওপর দু’দিনের প্রশিক্ষণ শিবির ও সম্মেলনের আয়োজন করা হবে।