India & World UpdatesHappeningsBreaking News
থানার নিরাপত্তায় সেনা মোতায়েন বাংলাদেশে
ওয়েটুবরাক, ১০ আগস্ট: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। ৬৩৯ থানার মধ্যে ৩৬১টি থানায় কাজ শুরু হয়েছে। থানাগুলোর নিরাপত্তায় সেনা মোতায়েন করা হয়েছে। তবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত থানাগুলোতে এখনও কাজ শুরু হয়নি৷
৫ আগস্ট হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুলিশরা থানায় আসতে সাহস পাননি।
পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মহম্মদ ময়নুল ইসলাম গত বুধবার সব পুলিশ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদানও করেন। থানাগুলোতে নতুন করে আর হামলার ঘটনা ঘটেনি।
এ দিকে, বৃহস্পতিবার বন্দরনগর চট্টগ্রামে ও জামালপুরে জেল ভেঙে বন্দিরা পালানোর চেষ্টা করে। তাদের আটকানোর জন্য গুলিবর্ষণ করে কারারক্ষীরা। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হন কারারক্ষী-সহ ১৮ জন। জানা গিয়েছে, সেখানে মুক্তির জন্য বিদ্রোহ শুরু করে বন্দিরা। সেনাবাহিনী ও কারারক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ঢাকার অদূরে কাশিমপুর, কুষ্টিয়া, গাজীপুর, সিরাজগঞ্জ, নরসিংদী, যশোর, সাতক্ষীরার জেলায়ও বিদ্রোহ করে বন্দিরা।