NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ত্রিপুরা পুলিশের অবসরপ্রাপ্ত কর্তা রাধামাধব সরকার প্রয়াত

লিখেছেন উত্তম কুমার সাহা

৩০ সেপ্টেম্বর : প্রয়াত হলেন রাধামাধব সরকার৷ ত্রিপুরা পুলিশের অবসরপ্রাপ্ত অফিস সুপারিন্টেন্ডেন্ট৷ সদ্য ৭০ পেরিয়েছিলেন৷ বেশ কিছুদিন ধরে ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন৷ শেষে নিউমোনিয়ায় আক্রান্ত হন৷

তিনি আসলে আমার কেউ নন৷ আবার তিনি আমার সবকিছু৷ তাঁর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই৷ অথচ তাঁর সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক৷ তাঁর মৃত্যুতে প্রকৃত অর্থেই আমি আরও একবার পিতৃহারা হলাম৷ তিনি আমাকে কাছে টেনে না নিলে আমি নিশ্চিতভাবেই জীবনের এইটুকু পথ এইভাবে পেরোতে পারতাম না৷

আমার যখন বাবা মারা গিয়েছেন, তখন আমি নিতান্তই শিশু৷ মায়েরও কম বয়স৷ তাঁর বৈধব্যের তিন বছরের মাথায় তিনি (রাধামাধব সরকার) এলেন আমার জীবনে৷ অনেকটা যেন ঈশ্বরের দূত৷ চরম সঙ্কটের সময়ে আমায় আগলে রাখার দায়িত্ব স্বেচ্ছায় কাঁধে তুলে নিলেন৷ রবিবার রাত ৭টা ৫০ মিনিটে শেষনিঃশ্বাসের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই দায়িত্ব তিনি পালন করে গিয়েছেন৷

একের পর এক ক্লাশ পেরিয়েছি, কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়েছি৷ এ বার পড়ার খরচ কী ভাবে সামলাব, এমন যখন ভাবতে বসব, তখনই বাবুর চোখেমুখে দেখেছি খুশির ঝিলিক৷ ডেকে সহকর্মীদের বলতেন, আমার বড় ছেলে পাশ করেছে৷ অফিস থেকে ফেরার সময় পছন্দের খাবার নিয়ে বাড়ি ফিরতেন৷ এর পরেই তাঁর স্বগতোক্তি, “যতটা পড়তে চাও পড়ো৷ পড়ার খরচ নিয়ে ভেবো না৷” সত্যিই আমাকে এ নিয়ে ভাবতে হয়নি৷

চাকরির পর আমার দায়িত্ব ছিল, সংসার প্রতিপালনে তাঁর পাশে দাঁড়ানো৷ এখানেও ‘বাবু’র নজরে আমি ছিলাম সেই শিশুটি৷ আমি আবার সংসার নিয়ে কী ভাবব! আমি আবার তাঁকে কী টাকা পাঠাব! তাই কোনও সময় কিছুটা করলে সেটা করতে হয়েছে জোর করেই৷

আবার কারও স্বাস্থ্যজনিত সমস্যা বা বিয়ের কথাবার্তা, বাড়িঘরের যে কোনও বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় তাঁর নজরে আমিই যেন সবচেয়ে পরিণত৷ তাই আমার সম্মতি ছাড়া কোনও কাজে কখনও হাত দেননি তিনি৷

বাবুর শ্বাসকষ্ট-কোমর ব্যথা ছিল তিন দশকের সমস্যা৷ তবে তাঁর এর চেয়ে বেশি কষ্টবোধ হতো, যখন নানা কারণে আমাদের সম্পর্কটা কোথাও খুলে বলতে হতো৷ আমারও আজ কম কষ্ট হচ্ছে না কথাগুলি প্রকাশ করতে৷ কিন্তু করতেই হচ্ছে, কারণ নইলে এই বিরাট মনের মানুষটি যে আড়ালেই থেকে যাবেন!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker