NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
ত্রিপুরা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড সুস্মিতা দেব
ওয়েটুবরাক, ৬ অক্টোবর : ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটি পুনর্গঠিত হয়েছে৷ তবে সভাপতি-সম্পাদক ধাঁচে নয়৷ প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিককে আহ্বায়ক মনোনীত করে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে৷ সাংসদ সুস্মিতা দেব সেকেন্ড-ইন-কমান্ড৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে যুব তৃণমূলের প্রদেশ কমিটিও ঘোষণা করেছেন। কংগ্রেস থেকে আসা বাপ্টু চক্রবর্তীকে যুব তৃণমূলের রাজ্য আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ।
রাজ্য তৃণমূলের পরিচালন কমিটিতে ১৯ জন এবং যুব তৃণমূল কমিটিতে ১১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি পুনর্গঠনের পর বিভিন্ন জায়গায় ক্ষোভও দেখা দিয়েছে৷ বারবার দলবদলের জন্য একাংশ নেতা-কর্মী সুবল ভৌমিককে নেতৃত্বে চাইছিলেন না ৷
১৯ জনের কমিটিতে সুবল, সুস্মিতা ছাড়াও রয়েছেন প্রাক্তন মন্ত্রী প্রকাশচন্দ্র দাস, বিদায়ী সভাপতি আশিসলাল সিংহ, কৃষ্ণধন নাথ, ডা. দেবব্রত দেবরায় প্রমুখ ৷