NE UpdatesHappeningsAnalyticsBreaking News
ত্রিপুরায় আরও এক বিজেপি বিধায়ক দল ছাড়লেন
২৩ সেপ্টেম্বর : ত্রিপুরা শাসকদল বিজেপির আরও এক বিধায়ক পদত্যাগ করলেন। বৃহস্পতিবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। শুক্রবার বিধানসভায় এসে ৪৩ করবুক বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বোরবা মোহন ত্রিপুরা বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন। তিনি অধ্যক্ষ রতন চক্রবর্তীর কাছে তার পদত্যাগ পত্র পেশ করেন। এই সময় তার সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। এর ফলের অনুমান করা হচ্ছে, তিনি হয়তো বিজেপির সঙ্গ ত্যাগ করে তিপ্রা মথা দলে যোগদান করতে পারেন।
আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ফলে তার আগে এক বিজেপি বিধায়কের পদত্যাগ রাজনৈতিক দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ। তবে তিনি কেন বিধায়ক পদ ছেড়েছেন, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। কিছুদিন আগে তখনকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ত্রিপুরা বিদ্রোহ ঘোষণা করেছিলেন।
বোরবা মোহন ত্রিপুরা হলেন রাজ্যের পঞ্চম বিধায়ক যিনি বিজেপির সঙ্গ ছেড়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, বিধায়কদের অবসরের পর আর্থিক সহ অন্য সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপারে রাজ্য ক্যাবিনেট নিয়মনীতি সংশোধন করেছে। সংশোধন অনুযায়ী একজন বিধায়ককে ন্যূনতম সাড়ে চার বছর বিধায়ক হিসেবে থাকতে হবে। তবে বোরবা মোহন ত্রিপুরা সেই সময়কাল অতিক্রম করেছেন।