Barak UpdatesHappeningsBreaking News
ত্রিপুরার “পাগলী মাসী” প্রয়াত
ওয়েটুবরাক, ২৩ জুন: ত্রিপুরার পাগলি মাসি আজ বুধবার প্রয়াত হয়েছেন। ভক্তরা জানিয়েছেন, আজ তাঁর দেহ দর্শনের জন্য মেলাঘরের আশ্রমে রাখা হয়েছে। আগামীকাল ধর্মীয় বিধি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজই সেখানে গিয়ে শ্রদ্ধা জানিয়ে এসেছেন।
মেলাঘরে পাগলি মাসি যেখানে থাকতেন, সেখানে ভক্তরাই ওই আশ্রম নির্মাণ করেছেন। তৈরি করেছেম আশ্রম পরিচালন কমিটি। কিন্তু তাঁর নাম, কোথা থেকে কীভাবে মেলাঘরে গিয়ে উপস্থিত হলেন, কেউ বলতে পারেন না। সবাই তাঁকে পাগলি মাসি বলেই সম্বোধন করেন। তিনি কারও সঙ্গে কোনও কথা বলতেন না। বস্তা গায়ে জড়িয়ে চব্বিশ ঘণ্টাই শুয়ে থাকতেন। পরে অবশ্য ভক্তরা নিয়মিত তার গায়ে শাড়ি জড়িয়ে দিতেন। কয়েকবছর ধরে পাগলি মাসির মন্দিরে বিরাট উৎসব ও মেলার আয়োজন হয়। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাঁর দর্শনে ছুটে যেতেন।