NE UpdatesHappeningsBreaking News

ত্রিপুরায় সাম্প্রদায়িক উত্তেজনা, উদ্বেগে সিআরপিসিসি

ওয়েটুবরাক, ২৮ অক্টোবর : ত্রিপুরার বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক শক্তিগুলোর প্ররোচনায় যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি, আসাম। সমিতির পক্ষ থেকে  জানানো হয়, ত্রিপুরা সরকারের চরম ব্যর্থতায় বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ত্রিপুরার জনগণের সাথে নিবিড় সম্পর্ক থাকায় কুচক্রীদের প্ররোচনায় বরাক উপত্যকায়ও অবাঞ্ছিত ঘটনা ঘটে যেতে পারে বলে সি আর পি সি সি, আসাম আশঙ্কা প্রকাশ করে। তাই বরাক উপত্যকার তিন জেলার পুলিশ প্রশাসনকে এব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়।

আসামে উগ্র- সাম্প্রদায়িক শক্তিগুলো জনগণের ঐক্য ও সম্প্রীতি নষ্ট করতে কিছুদিন ধরে নানা ধরনের অপচেষ্টা চালিয়েছিল৷ কিন্তু সাধারণ জনগণ তাদের প্ররোচনায় পা না দেওয়াতে তারা বিফল হয়। সি আর পি সি সি, আসাম এর পক্ষ থেকে শিলচর শহরে সংখ্যালঘু সম্প্রদায়ের দু’জন ব্যক্তিকে কিছুদিন আগে উগ্র- সাম্প্রদায়িক শক্তিগুলোর মদতে হামলার ঘটনার তদন্তে  প্রশাসনিক উদাসীনতার অভিযোগ এনে বলা হয় যে শান্তি, শৃঙ্খলা বজায়ের স্বার্থে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসা উচিত ছিল। কিন্তু জেলা প্রশাসন সে ব্যাপারে উদাসীন থাকায় অপরাধীরা আজও অধরা থেকে গেল। যা অপরাধীদের নাশকতামূলক কার্যকলাপ চালাতে ভবিষ্যতে উৎসাহ জোগাবে।

সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনার বিরুদ্ধে সেদেশের বুদ্ধিজীবী, সচেতন নাগরিকরা যেভাবে রাজপথে নেমে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছিলেন ঠিক সেভাবেই আসাম, ত্রিপুরা সহ যে কোনও স্থানে উগ্র- সাম্প্রদায়িক শক্তিগুলো জনগণের ঐক্য ও সম্প্রীতি নষ্ট করতে সচেষ্ট হলে তাদের বিরুদ্ধে পথে বেরিয়ে সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধ ভাবে জোরালো প্রতিবাদ সাব্যস্ত করতে আহ্বান জানানো হয়। তাছাড়া ইদানীং দেশের সংহতি বিনষ্ট করার চক্রান্ত যেভাবে বিনা বাধায় কদর্য রূপে দেখা দিচ্ছে, সমাজের সচেতন বর্গের সমস্ত মানুষকে এর শিকড় উপড়ে ফেলার জন্যে ব্যাপক সচেতনতা অভিযান শুরু করারও আহ্বান জানায় সি আর পি সি সি, আসাম।

প্রসঙ্গত, বুধবার উত্তর ত্রিপুরা জেলার স্থানে স্থানে হিন্দু-মুসলমানের মধ্যে সংঘাত বাঁধে৷ বহু দোকানপাট, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker