NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় পুনর্বাসনপ্রাপ্ত রিয়াংদের নাম মিজোরামের ভোটার তালিকা থেকে কাটার দাবি
ওয়েটুবরাক, ৩ অক্টোবর : মিজোরামের তুইরিয়াল আসনের উপনির্বাচনে রিয়াংদের ভোটদানের অনুমতি না দিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিল জোরাম পিপলস মুভমেন্ট। তাদের দাবি, ত্রিপাক্ষিক চুক্তির জেরে ত্রিপুরায় আশ্রয় নেওয়া ব্রু শরণার্থীরা এখন পুনর্বাসন পেয়ে গিয়েছে। ত্রিপুরাতেই তৈরি হয়েছে তাদের স্থায়ী বসতি। তাই আসন্ন ৩০ অক্টোবর অনুষ্ঠেয় উপনির্বাচন থেকে মিজোরামের কোনও নির্বাচনে ওই রিয়াংদের ভোট দেওয়ার যুক্তি নেই। ফলে ভোটার তালিকা থেকে অবিলম্বে প্রায় ১২ হাজার রিয়াং ভোটারের নাম কেটে দেওয়ার দাবি করেছেন তাঁরা।
১৯৯৭ সালে সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে মিজোরাম ছেড়ে পালিয়ে ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন রিয়াংরা৷ কয়েক দফার পুনর্বাসনে মিজোরামে ফিরেছে প্রায় ২৩০০ পরিবার। বাকি ৩৫ হাজার শরণার্থী ফিরতে না চাওয়ায় গত বছর জানুয়ারিতে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে তাঁদের ত্রিপুরাতেই জমি দিয়ে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।